ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী শেলি

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী শেলি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শেলি আহসান।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে যশোরে নিজ গ্রামে যাওয়ার সময় পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনাটি ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ প্রসঙ্গে শেলি বলেন, পদ্মা সেতু পার হওয়ার কিছুদূর পর একটি কাভার্ডভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করে সামনে চলে যায়। এরইমধ্যে আমাদের স্ক্যানিয়াকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে যায় কাভার্ডভ্যান। বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। তিনি আরও বলেন, বুঝে উঠতে পারছিলাম না কী হলো! আরও অনেককিছুই ঘটতে পারতো আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে আমি যশোরের দিকে রওনা দিই।

প্রসঙ্গত, ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী শেলি। চলতি সময়ের প্রায় নাটকেই দেখা যায় তাকে। তার ঝুলিতে রয়েছে অসংখ্য নাটক। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বড় ছেলে’ উল্লেখযোগ্য।

অভিনেত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত