ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। এই দিনটাকে ঘিরে এবার রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত কিং খানের ‘রাজকুমার’-এর ট্রেলার প্রকাশ করা হবে বুর্জ খলিফায়।
আরশাদ আদনান প্রযোজিত এই সিনেমার পক্ষ থেকে বুধবার গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। সেখানে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া।
ছবিটির প্রযোজক আরশাদ আদনান এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি, হিমেল ও শাকিব খান একসঙ্গে বসে বিশ্ব দরবারে বাংলা সিনেমা কীভাবে আরও বেশি করে হাইলাইট করা যায় সে বিষয়ে নানা পরিকল্পনা করি। তারমধ্যে একটা হচ্ছে বুর্জ খলিফায় ‘রাজকুমার’ ট্রেলার উন্মোচনা করা। আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। আমার ‘রাজকুমার’ মুক্তি পাবে আগামী ঈদে। বিষয়টি ব্যাটেবলে গিয়েছে। শাকিবের জন্মদিনেই আমরা বুর্জ খলিফায় ট্রেলার উন্মোচন করতে চাই। এজন্য সব ফর্মালিটি সেরে ফেলছি। দুই একদিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব।’
শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজকুমার মুক্তি দেওয়া হবে বলেও জানান আরশাদ আদনান।