বন্যা কবলিত মানুষ ও অবলা প্রাণীদের জন্য বুবলীর আহ্বান

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৫:৫৯ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে দেশের নয়টি জেলার প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে সড়কসহ বসতবাড়ি। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চল।

বন্যাদুর্গতদের জন্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ডিং শুরু হয়ে গেছে। যে যার স্থান থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছেন। সামর্থ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

বুবলী ছাড়াও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যান্য তারকাগণ। তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, পরীমনি, জায়েদ খান, শাবনূর, ইরফান সাজ্জাদের মতো তারকারা।

 

আবা/এসআর/২৪