ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গান বাংলা ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. মহিববুল্লাহ।

ওসি বলেন, গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হাসান তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে। গুলি করার অভিযোগে এই মামলাটি করা হয় এবং এই মামলায় তিনি এজাহার নামীয় আসামি।

কৌশিক হাসান তাপসের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গান বাংলা,তাপস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত