ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যেমন জীবনসঙ্গীর চান সাফা কবির

যেমন জীবনসঙ্গীর চান সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির।একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে পা রাখেন। এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।একে একে করেছেন অসংখ্য নাটকে অভিনয়।এই প্রজন্মের জনপ্রিয় একজন তারকা তিনি।

ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা ও মিষ্টি হাসি দিয়ে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী।তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।কার সঙ্গে প্রেম, কবে করছেন বিয়ে – এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় সাফাকে। এবার বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, ‘আপনারা আমার বিয়ে, মেহেদি, হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পাবেন। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।’

জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তো বা খুব ভালো হবে।

ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে, এসব নিয়ে চিন্তা করি না। সেটা যে কেউ হতে পারে, একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।’

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আল্লাহ আমাকে জীবনে প্রত্যেকটা ধাপে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট আমার সেদিন উপলদ্ধি হয়েছে যে আমি আসলে সুস্থ আছি, আমার মা-বাবা সুস্থ আছেন। এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।’

আলোকিত বাংলাদেশ/এসএস

জীবনসঙ্গী,সাফা কবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত