ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে সরাসরি প্রাণনাশের হুমকি

শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে সরাসরি প্রাণনাশের হুমকি

এতদিন উড়ো চিঠিতে হুমকি ধামকি এসেছে। এবার শুটিং ফ্লোরে স্বশরীরে এসে খুনের হুমকি দেওয়া হলো সালমান খানকে। শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। এ ঘটনায় ২৬ বছরের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

প্রসঙ্গত, কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বাইয়ের বান্দ্রায়। সেই খুনের ঘটনায় বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স গুজরাটের জেলে বন্দি। তার ভাই আনমোল বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। আনমোলকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সালমনকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দুই কোটি টাকা দাবি করা হয় তাঁর কাছ থেকে।

শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে সরাসরি প্রাণনাশের হুমকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত