ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘তুফানের’ পর ‘আসছে শাকিব খানের তাণ্ডব’

‘তুফানের’ পর ‘আসছে শাকিব খানের তাণ্ডব’

গত ঈদুল আজহায় ‘তুফান’ দিয়ে দেশ-বিদেশ মাতিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এটি নির্মাণ করেন রায়হান রাফী। তিনি জানিয়েছিলেন, শিগগিরই ‘তুফান’ সিনেমার সিক্যুয়েল আসছে।

শাকিব ভক্তরাও ধরে নিয়েছিলেন, আগামী ঈদে মুক্তি পেতে পারে ‘তুফান ২’। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। ক’দিন আগেই বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান নিজেই।

এর আগে তরুণ পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রশংসায় জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর এ বছর রায়হান রাফী নির্মিত তুফান দিয়ে সে জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি।

তুফানের পর শাকিবকে নিয়ে রায়হান রাফীর পরবর্তী সিনেমা কী, এমন প্রশ্ন ছিল অনেকের। এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এল নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারো আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দুজন। নতুন সিনেমাটির নাম তাণ্ডব । সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে। তিনি বলেন, গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম তাণ্ডব। এটির পরিচালক রায়হান রাফী। এ সিনেমার নায়ক থাকছেন শাকিব খান। আপাতত তথ্য এতটুকুই।

তাণ্ডব নিয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, তাণ্ডব আসছে আগামী কোরবানির ঈদে, তাণ্ডবের প্রি-প্রডাকশন কাজ শুরু করেছি। জানুয়ারির শেষের দিকে শুটিং করব ইনশা আল্লাহ। সিনেমাটির নায়ক-নায়িকা কে হচ্ছেন, এমন প্রশ্নের জবাবে রাফী বলেন, এটা সময় হলে প্রডাকশন হাউজ জানিয়ে দেবে।

‘তুফানের’ পর ‘আসছে শাকিব খানের তাণ্ডব’
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত