প্রেমের গুঞ্জনে তামান্নার সরল স্বীকারোক্তি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪ | অনলাইন সংস্করণ

নিজেদের একান্ত ভালো লাগা, মন্দ লাগা নিয়ে মুখ খুলতে চান না তারকারা। কোন কথা থেকে কখন কী রটে যায়, সেই ভাবনা থেকেই নীরব থাকা শ্রেয় মনে করেন। তামান্না ভাটিয়া একটি বিষয় নিয়ে এতদিন নীরব ছিলেন। এবার আর নীরবতা ধরে রাখতে পারলেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমার মনে হয় শুধু সহশিল্পী হওয়াটা কারও প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমার আরও অনেক সহশিল্পী ছিলেন। কারো প্রতি মন থেকে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই।

বিজয় সম্পর্কে তামান্না আরও বলেন, তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সঁপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সঁপে দেওয়া সহজ হয়েছে।

তামান্না বলেন, বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা।