সুখবর দিলেন পরীমনি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪ | অনলাইন সংস্করণ
ঢাকাই ছবির এই সময়কার গ্ল্যামার গার্ল পরীমনি। রূপের আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। অবশ্য ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা।
পরীমনি কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রং ছড়িয়ে। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা। এবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই সুখবর দিয়েছেন ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় এ চিত্রনায়িকা।
টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা। গত শুক্রবার রাতে পরীমণি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি। তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে পরীমণি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এ তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’
এদিকে ‘ফেলুবক্সী’ ছবির পরিচালক দেবরাজ সিনহা ছবিটি সম্পর্কে বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করবো দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’