“নির্মাতা হিসেবে, অভিনেতা হিসেবে, লেখক, প্রযোজক,এবং এখন একটা দায়িত্বশীল উপদেষ্টা পদে আছে। কিন্তু আমাদের সম্পর্ক, বন্ডিং এখনো সেই আগের মতই আছে , ব্যক্তি ফারুকী কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি,"বলেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা ও জীবন সঙ্গী মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ৮৪০ দেখতে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরায় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। '৮৪০' সিনেমাটি অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, " হল বাড়ানোর চেয়ে সিনেমার দর্শক বাড়ানো এই নীতিতে বিশ্বাসী আমরা। দর্শক পছন্দ করলেই হলের সংখ্যা বাড়বে।"
প্রথম দিনের দর্শক কেমন হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, “সাড়া পেতে তো কিছুটা সময় লাগবে। তবে বেশ কিছু মাল্টিপ্লেক্স থেকে আমরা খবর পেয়েছি প্রথম শো থেকেই ভালো দর্শক হয়েছে। “বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি পছন্দ করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা কারণ যদি জুলাইয়ের আন্দোলন না হত তাহলে হয়ত এই সিনেমা এভাবে বড় আকারে আসত না। আমাদের এই সিনেমাটিও আটকে যেত।"
তিশার সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনয়শিল্পী নাসির উদ্দীন খান। তিনি বলেন, “ফারুকীর ৪২০ এর তো একটা বিশাল শ্রেণির দর্শক ছিল। আশা করছি তারা এই ৮৪০ সিনেমাটিও দেখবেন। আমরা খুব আনন্দ নিয়ে সিনেমাটি করেছি। দর্শক ও পুরোটা সময় আনন্দ নিয়েই উপভোগ করবে।" গ্লিটজের সঙ্গে আলাপকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতি বলেন, "একটা রাজনৈতিক বিদ্রুপাত্মক সিনেমা যে এত সুন্দর করে উপস্থাপন করা যায়… বিগত কয়েক বছরে যা যা ঘটেছে তার অনেক দৃশ্যই উঠে এসেছে সিনেমায়। ‘দুর্নীতিগুলো’ও উঠে এসেছে, ভালো লেগেছে।"
দর্শক ফারজানা ইয়াসমিন মিতু বলেন,"রাজনৈতিক অনেক ঘটনা আছে যেটা উপর থেকে এক রকম প্রদর্শিত হয়, কিন্তু ভেতরে অনেক ঘটনা ঘটে থাকে। সারা বিশ্বের রাজনীতিতে কী হয় সেসবও দেখা গেছে।"
তবে কিছুটা হতাশাও প্রকাশ করেছেন কয়েকজন দর্শক।
রেজাউর রহমান নামের এক চাকরিজীবী তিনি বলেন," রাজনৈতিক সিনেমা হিসেবে বিগত সরকারের ‘ফ্যাসিস্ট’ দিকগুলো কম দেখানো হয়েছে। শুরুতে এবং শেষে উনার কিছু ডায়ালগ, কথাবার্তা আছে। তবে উনার আশেপাশের মানুষগুলোর খারাপ দিক উঠে এসেছে। উনার কালো অধ্যায়গুলো আরও ভালো করে তুলে ধরা যেত। এটাতে আরও সংযোজন বিয়োজন করা যেত।"
সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে দেশের ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
গত বুধবার সিনেমার বিশেষ প্রদর্শনীতে ফারুকী বলেন, "রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকে ‘চ্যালেঞ্জ করা হয়েছে’ চিত্রনাট্যে।
সিনেমা তৈরির প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “গেল বছরের নভেম্বরে সিনেমার শুটিং করেছিলাম। বিগত সরকারের আমলে। এক প্রকার আতঙ্ক নিয়েই।
“নির্মাণের সময় মনে হত এই বুঝি বিগত সরকার বুঝে ফেলল এটি রাজনৈতিক ঘরানার সিনেমা। সিনেমাটি আটকে যাবে। তবে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমি চাই সবাই সিনেমাটি দেখবেন এবং ভালো লাগলে অন্যকে দেখার পরামর্শ দিবেন।"
‘৮৪০’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান।
অন্যান্য চরিত্রে করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, আশুতোষ সুজন। এছাড়া রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী এখানে কাজ করেছে।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম।
সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনা করেছেন তাহসিন মাহিম।