ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বছরে বলিউডে বড় চমক, একফ্রেমে হৃতিক-সালমান!

নতুন বছরে বলিউডে বড় চমক, একফ্রেমে হৃতিক-সালমান!

নতুন বছরে বড় চমক নিয়ে আসছেন বলিউডের দুই তারকা সালমান খান ও হৃতিক রোশন। বিগ বাজেটের একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে এ দুই সেলিব্রেটি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আলি আব্বাস জাফরের পরিচালনায় কোনও ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধবেন তারা। এই বিজ্ঞাপনের বাজেট বলিউডের বড় বাজেটের ছবি থেকে বেশি হতে পারে।

জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।

এদিকে হৃতিকের হাতে তেমন কোনও ছবি নেই। তবে সালমান এখনও ব্যস্ত তার নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন বলিউডের ভাইজান।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি।

উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ । সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

নতুন বছরে বলিউডে বড় চমক, একফ্রেমে হৃতিক-সালমান!
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত