সংগীত অঙ্গনে আবার সরব সঙ্গীতশিল্পী রবি প্লাবন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪ | অনলাইন সংস্করণ
পেশাগত কাজে দীর্ঘ বিরতির পর আবারও সংগীত অঙ্গনে সরব এক সময়কার সংগীতের প্রিয় মুখ রবি প্লাবন। বাংলাদেশ টেলিভিশনের সংগীতা অনুষ্ঠানে কাজী ফারুক বাবুলের সুর ও সঙ্গীত আয়োজনের মাধ্যমে ফিরেছেন এই শিল্পী।
উল্লেখ্য ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয়মুখ সঙ্গীত শিল্পী রবি প্লাবনের ‘যে আশা ভেঙে দিলে’ এবং ‘আমার কাছে সে আমার প্রিয়া’ নামক দুটি একক অ্যালবামসহ নাটকের টাইটেল সং এবং মিক্স অ্যালবামের কিছু গান সেই সময় জনপ্রিয়তা পায়। বর্তমানে শিল্পীর আরো নতুন তিনটি গান বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার সঙ্গীত আয়োজক তরিকের আয়োজনে তৈরি হচ্ছে যা শীঘ্রই তার youtube চ্যানেলে প্রচারিত হবে।
পেশাগত ভীষণ ব্যস্ততার মাঝেও আবার সঙ্গীত অঙ্গনে তার এই পদচরণার জন্য বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার মিল্টন খন্দকার, শিল্পী পিয়াল হাসান, বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক তারিকুজ্জামান মিলন ও সঙ্গীতা আয়োজক তরিকের নাম কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন এই শিল্পী। খুব শীঘ্রই চমৎকার তিনটি গান নিয়ে দর্শক শ্রোতাদের মাঝে ফিরে আসছেন রবি প্লাবন।