ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেমের প্রসঙ্গে যা বললেন: হানি সিং

ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেমের প্রসঙ্গে যা বললেন: হানি সিং

২০২৩ সালে ভারতীয় সংগীতশিল্পী হানি সিংয়ের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন, যা বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। সেই বছরেই ১ কোটি রুপি খোরপোশের বিনিময়ে শালিনী হানির সাথে সম্পর্ক ছিন্ন করেন।

দেশটির সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছেন, ভারতীয় নারীদের সঙ্গে আর প্রেম করেন না সংগীতশিল্পী হানি সিং। তার দাবি, ভারতীয় নারীরা সম্ভবত মানুষ হিসেবে নয়, তার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালোবাসে।

সংগীতশিল্পী হানি সিং বলেন, “আমি একজন ভারতীয় সেলিব্রেটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন। আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের। তাই তারা আমার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল।”

হানি সিং জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তার প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, “তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।”

নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে। এর কারণ হিসেবেই কথাগুলো জানান হানি সিং।

হানি সিং,প্রেম,সম্পর্কে,নারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত