ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বেপরোয়া বাস দুর্ঘটনার শিকার সৌরভ কন্যা সানা

বেপরোয়া বাস দুর্ঘটনার শিকার সৌরভ কন্যা সানা

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবার সড়কে এই দুর্ঘটনা ঘটে। যদিও সানা গাঙ্গুলী আহত হননি, তবে তার গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন সানা।

দুর্ঘটনায় সানার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও চালকের দ্রুত পদক্ষেপের কারণে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে দুর্ঘটনার পর সানা ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঘটনাস্থলে বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডায়মন্ড হারবার রোডে দুটি বাস রেষারেষি করছিল, এবং এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস সানার গাড়িতে ধাক্কা দেয়। তবে, সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা যেখানে অবস্থান করছিলেন, সেখানে বাসটির ধাক্কা লাগেনি, ফলে সানা বিপদ থেকে রক্ষা পান।

এই বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বাস,দুর্ঘটনা,সৌরভ গাঙ্গুলীর,গ্রেফতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত