এখন কেমন আছেন মুশফিক ফারহান, জানালেন পরিবার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে, শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ফারহানের অসুস্থতা নিয়ে ভক্তদের মধ্যে চিন্তার সৃষ্টি হয়েছে। তবে অবশেষে তার পরিবার তার শারীরিক অবস্থার ব্যাপারে খবর দিয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফারহানের মামা আব্দুল্লাহ মামুন জানান, ফারহানের ভাইরাল ফিভার হয়েছে এবং বাড়তি সতর্কতার জন্য তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং আগের চেয়ে অনেকটা ভালো আছেন।

এদিকে, ফারহানের সহকর্মী দীপু হাজরা জানান, ৩ জানুয়ারি, শুক্রবার নাটকের শুটিংসেটে হঠাৎ জ্বর ও শরীর ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন ফারহান। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে, তিনি পরবর্তীতে রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।