ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এবার হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র , অবস্থা গুরুতর

এবার হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র , অবস্থা গুরুতর

জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুর পরেই আরও একটি মন খারাপ করা খবর পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র।

তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার বড় ছেলে মিঠুন মিত্র।তবে প্রবীর মিত্রের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন মিথুন।

তিনি বলেন, ‘বাবা ভালো নেই।পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুসের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘তেমন কোনো অগ্রগতি নেই।খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তবে চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

১৯৬৯ সালে ‘জলছবি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।

হাসপাতাল,গুরুতর,ভর্তি,ইন্টারনাল ব্লিডিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত