স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির ডিভোর্সের পর তার একমাত্র ছেলে পুণ্যই ছিল তার পৃথিবী। সেই সময় থেকে ছেলেকে নিয়েই তার জীবন চলতে থাকে। তবে কিছুদিন পর সেই দুনিয়ায় এক ছোট্ট পরী এসে জায়গা করে নেয়। পরীমণির ঘর এখন আলোকিত একটি ফুটফুটে কন্যাসন্তান দ্বারা, যাকে তিনি দত্তক নিয়েছেন। মেয়েটির নাম রেখেছেন প্রিয়ম।নতুন বছরের আগমনে দুই সন্তানকে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশন করলেন।
রোববার সামাজিক মাধ্যমে নতুন বছরের সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরীমণি। ছবিতে দেখা যায়, পুণ্য ও প্রিয়মকে বাহুডোরে আগলে রেখেছেন পরী। সঙ্গে তাদের পোষ্যও ছিল। সেখানে পরীকে তার দুই সন্তান ও পোষ্যর সঙ্গে খুনশুটিতে মেতে উঠতে দেখা যায়।
ছবির পোস্টের ক্যাপশনে নায়িকা লেখেন, ‘কখনো কখনো শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয়।’ নতুন বছরের ছোট্ট আয়োজনে সৌন্দর্যের কমতি ছিল না। কেকটি পরীমণির হাতে কাটলেন ছেলে পুণ্য। অবশ্য ছোট্ট প্রিয়মও এক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ছিল সেই কাটার দিকে। সঙ্গে পোষ্য কুকুর ছানাকেও কেক খাইয়ে দিতে দেখা যায় পুণ্যকে। আর সে মুহূর্তটি খুব আনন্দের সঙ্গেই উপভোগ করতে দেখা যায় পরীমণিকে। নেটিজেনরা এমন মুহূর্ত দেখে মুগ্ধ হন।