ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের খবর সামনে এসেছে। সকলের মনেই ছিল প্রশ্ন, কবে বিয়ে করবেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের ছবি, যা দেখার পর অনেকেই অবাক হয়েছেন।

ঐন্দ্রিলার পরনে ছিল কমলা ও গোলাপি সুতোর কাজ করা একটি বেনারসি, সঙ্গে লাল রঙের ব্লাউজ। তাঁর ওড়নায় জরির বুনোটে লেখা ছিল "অঙ্কুশ ঐন্দ্রিলা", যা তাঁদের সম্পর্কের গভীরতার প্রতীক। অন্যদিকে, অঙ্কুশ পরেছিলেন সুতোর কাজ করা হালকা গোলাপী রঙের একটি পাঞ্জাবি।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঐন্দ্রিলার মুখ পানপাতায় ঢাকা, এবং তাঁরা একে অপরের চোখে চোখ রেখে জীবনের বাকি সময়টি একসঙ্গে কাটানোর অঙ্গীকার করছেন।

এছাড়া, বউভাতের ছবিও ভাইরাল হয়েছে, যেখানে ঐন্দ্রিলা কালো রুপোলি বেনারসি এবং কালো ব্লাউজ পরিহিত, সঙ্গে রুপোর গয়না পরেছিলেন, যা প্রীতিভোজের পরিবেশের ঝলক দেখিয়েছে।

তবে, এই সাজ বিয়ের দিনের নয়। তারা পোশাক শিল্পীর জন্য এক বিজ্ঞাপনী শ্যুটে অংশ নিয়েছিলেন। ফলে, এই ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন।

এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হলেন দু’জন।

বিয়ে,সাজ,ভাইরাল,বিজ্ঞাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত