দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ। সোমবার তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠতে থাকে, রোজা আহমেদ নাকি ফায়েজ বেলাল নামের এক যুবককে ধোঁকা দিয়ে তাহসানের সঙ্গে সংসার পেতেছেন। ফায়েজ দাবি করেন, রোজার সঙ্গে তার দুই বছরের সম্পর্ক ছিল।
এ পরিস্থিতিতে, ফায়েজ বেলালও প্রকাশ্যে তার মায়ের শোকে কথা বলেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, রোজার বিয়ে প্রসঙ্গে পরোক্ষভাবে ফায়েজ তার অনুভূতি ব্যক্ত করেছেন। যদিও তিনি সরাসরি রোজার নাম নেননি, তবে সাবেক প্রেমিকের বিষয়ে নানা মন্তব্য করেছেন।
ফায়েজ জানান, রোজার বিয়ে হওয়ার পর তার মা অত্যন্ত শোকাহত। তিনি বলেন, ‘‘আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিলেন, আর সেই সময় তার চোখে পানি ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন কাঁদছেন, তখন মা উত্তর দিলেন, 'এত দিন তো অনেককেই খাইয়ে দিয়েছি, কিন্তু আজ আমাকে এমনটা সহ্য করতে হচ্ছে।'’’
ফায়েজ আরও বলেন, ‘‘এ পরিস্থিতি আমাকে খুব নাড়া দিয়েছে। আমি নিজেও তখন মা'র পাশে দাঁড়িয়ে কান্না করেছিলাম।’’
ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করছেন। তার বাবার নাম সেলিম শিকদার এবং মায়ের নাম ফজিলাতুন্নেসা।