বনি সেনগুপ্তের সঙ্গে আর সিনেমা করবেন না ঋত্বিকা সেন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:২৯ | অনলাইন সংস্করণ
২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে একসাথে পর্দায় হাজির হন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর তারা ‘লাভ স্টোরি’ সিনেমায়ও একসাথে কাজ করেন, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। তবে সম্প্রতি, গুঞ্জন উঠেছে যে, ওই সিনেমার শুটিংয়ের সময়ই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ বিষয়ে মুখ খুলেছেন ঋত্বিকা সেন।
একটি গণমাধ্যমে ঋত্বিকা বলেন, "বনি এবং আমার সম্পর্ক নিয়ে যা কিছু রটানো হয়েছে, তা সম্পূর্ণ কুরুচিকর। আমার সঙ্গে কখনোই বনি প্রেমে ছিল না। এসব সবই গুজব, এবং আমি জানি না কে বা কারা এসব ছড়িয়েছে। তবে আমি চাই না এসব নিয়ে কিছু বলুক।"
ঋত্বিকা আরও বলেন, "আমার পারিবারিক শিক্ষায় বিশ্বাসী হয়ে আমি কখনোই কারো নাম নিয়ে কিছু উল্টাপাল্টা মন্তব্য করি না। তবে এসব মিথ্যাচারের বিষয়ে আমি আর চুপ থাকতে পারছি না। বনি কখনোই আমার প্রেমিক ছিল না, আর তার সঙ্গে ভবিষ্যতে কোনো সিনেমা করব না।"
অভিনেত্রী ঋত্বিকা সেন শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে ‘হান্ড্রেড পারসেন্ট লাভ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার পথচলা শুরু। এরপর তিনি ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’ এবং দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন।