টলিউডে তার ক্যারিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। দীর্ঘ মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০১৭ সালে রুক্মিণী মৈত্র টলিউডে অভিষেক করেন। প্রথম বছরেই দেবের সঙ্গে 'চ্যাম্প' এবং 'ককপিট' সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন তিনি। এরপর একের পর এক ছবিতে প্রশংসিত হয়েছেন রুক্মিণী, এবং এখনো তার উত্থান অব্যাহত।
শিগগিরই আসছে রুক্মিণীর নতুন ছবি 'বিনোদিনী', যার প্রথম গান 'কানহা' বুধবার মুক্তি পেয়েছে। শ্রেয়া ঘোষালের গানের পাশাপাশি রুক্মিণীর নাচ ও অভিনয়ও প্রশংসিত হয়েছে। দর্শকেরা মুগ্ধ হয়েছেন এই গানটি এবং রুক্মিণীর দক্ষতা দেখে।
এছাড়া, 'বুমেরাং', 'টেক্কা', এবং 'বিনোদিনী' ছবিতে রুক্মিণী একে একে নিজেকে নতুন চরিত্রে তুলে ধরেছেন। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি তিনি নতুন ধরনের চরিত্রে ঝুঁকি নিয়ে কাজ করছেন, যা প্রশংসিত হয়েছে দেবসহ টলিউডের অনেককেই। দেব বলেন, "আমি ১৭ বছর পর যা করছি, তুমি ৭ বছরেই তা করে দিলে।"
এদিকে, 'বিনোদিনী' ছবির শুটিং শুরু হওয়ার সময় রুক্মিণীর ক্যারিয়ারে মাত্র দু বছর ছিল। পরিচালক রামকমল প্রথম থেকেই নায়িকা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, যদিও প্রযোজকরা প্রথমে বিশ্বাস করেননি। পরে দেব এবং প্রমদ ফিল্মস এগিয়ে আসেন।
এছাড়া, রুক্মিণী জানিয়েছেন, পায়ের অস্ত্রোপচারের পরেও এই গানের নাচ শেখা শুরু করেছিলেন তিনি, এবং শুটিংয়ের সময় নানা বাধা সত্ত্বেও থেমে যাননি। গানটির দৈর্ঘ্য ৫ মিনিটেরও বেশি হওয়ায় প্রথমে সেটি ছোট করার চিন্তা ছিল, তবে পরে তা করা হয়নি। মুক্তির পর থেকেই গানটি ট্রেন্ডিংয়ে চলে এসেছে।