অভিনেতা মোশাররফ করিম মানেই নতুন মাত্রার চরিত্রে অভিনয়। বহু আগে থেকেই নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন তিনি। একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেতা। নতুন বছরের শুরুতেই তিনি নিয়ে আসছেন ডার্ক লাভ স্টোরি বুধবার (৮ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’।
এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ভিকি জাহেদ পরিচালিত এই থ্রিলার সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। ভিডিওটি দেখেই বোঝা গেছে, রহস্য এবং থ্রিলারে ভরপুর এক নতুন গল্পের মাধ্যমে মোশাররফ করিম এবার ফিরছেন।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুকুল নামে একজন চরিত্র, যিনি একটি গ্রামের বাসিন্দা। শহরে এসে কাজ শুরু করে সে, এবং প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু একসময় হঠাৎ করে টাকা পাঠানোর পরিমাণ কমে যায়, যা তার পরিবার এবং তার জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। শহরে এসে সে প্রেমে পড়ে, এবং একসময় জীবনের টানাপোড়েনে দ্বিতীয় বিয়ে নিয়ে বিভ্রান্ত হয়। একাধিক অপরাধে জড়িয়ে পড়া মুকুলের জীবনের এই নাটকীয় ঘটনাপ্রবাহই ফুটে উঠেছে সিনেমায়।
এছাড়াও, সিনেমাটিতে মোশাররফ করিম এবং মম ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ।