‘‘সিকন্দর’’ সিনেমার শুটিংয়ে নতুন বিপত্তি: রাশমিকা আহত
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪২ | অনলাইন সংস্করণ
ভারতের মুম্বাইয়ে গত বছর জুন মাসে শুরু হয়েছিল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘‘সিকন্দর’’-এর শুটিং। ইতোমধ্যে এই সিনেমার কিছু অংশের শুটিং হায়দরাবাদে সম্পন্ন করেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভাইজান সালমান খান এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে শুটিংয়ের শুরু থেকেই নানা বিপত্তি এসে দাঁড়িয়েছে।
শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন রাশমিকা। যদিও এই সময়ে সালমান খান তাকে বিশেষ যত্ন নিয়েছিলেন, যা সম্প্রতি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এরপর কিছুদিন পর সালমান খান নিজেই আহত হন। তিনি পাঁজরে চোট পাওয়ার পরও শুটিং চালিয়ে যান। তবে তারপরই সালমানের বাড়িতে গুলিকাণ্ডের পর বেশ কিছুদিনের জন্য সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়।
বর্তমানে, সিনেমার অন্তিম পর্বের শুটিং বাকি থাকলেও আবারও বিপত্তি এসে দাঁড়িয়েছে। সম্প্রতি জিমে চোট পেয়ে পড়েন রাশমিকা, যার ফলে আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি খুব বেশি বিরতি নেবেন না এবং কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর শুটিংয়ে ফিরে আসবেন।
এআর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশন সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা। ছবির ব্যাপারে নির্মাতাদের দাবি, ‘‘সিকন্দর’’ সিনেমাটি নতুন অবতারে সালমান খানকে দেখা যাবে। ছবির প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা জানান, সিনেমাটির বাজেটে কোনো কমতি রাখা হবে না, বিশেষ করে সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যের জন্য। মুম্বাইয়ে সেট তৈরি করতে ১৫ কোটি রুপি খরচ করেছেন প্রযোজক।
তবে একাধিক বিপত্তির পরেও ‘‘সিকন্দর’’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং তাদের মধ্যে আগ্রহ দিন দিন বাড়ছে।