ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, হানিফ সংকেতের শুটিং স্থগিত

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, হানিফ সংকেতের শুটিং স্থগিত

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং সেটে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনুষ্ঠানটির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত নির্ধারিত সময়ের আগেই শুটিং স্থগিত করতে বাধ্য হন। তবে, মধ্যরাতে কিছু দর্শক নিয়ে শুটিং পুনরায় শুরু হয়।

ঘটনার পর হানিফ সংকেত এই বিষয়ে একটি গণমাধ্যমকে বলেন, এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা। তিনি দাবি করেন, অনুষ্ঠানে কোনো ধরনের মারামারি বা হামলা হয়নি। উল্টো, দর্শকদের ভালোবাসার কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠান শুরু করার পর দর্শকদের অতি আগ্রহের কারণে প্রথমদিকে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শুটিং পুনরায় চালু করা হয়।

হানিফ সংকেত তার ফেসবুক পেজে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ানো গুজবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠানস্থলে কোনো ধরনের হামলা বা মারামারি ঘটেনি। বরং, হাজার হাজার দর্শকের ভালোবাসা ও আগ্রহ থেকেই এই ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, কিছু মতলববাজব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা নিয়ে মিথ্যাচার করছেন। তবে, ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা অপরিবর্তিত থাকবে, এবং কোনো অপপ্রচার সেই ভালোবাসাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

পরবর্তীতে, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অনুষ্ঠান পুনরায় শান্তিপূর্ণভাবে ধারণ করা হয়। হানিফ সংকেত তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানটি দর্শকদের বিপুল ভালোবাসার কারণে সফলভাবে শেষ হয় এবং এ বছর ইত্যাদিতার ৩৭তম বছরে পদার্পণ করেছে।

‘ইত্যাদি’,বিশৃঙ্খলা,শুটিং,স্থগিত,অনুষ্ঠান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত