ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরওয়ার ফারুকী

হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরওয়ার ফারুকী

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশে একাধিক মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এসব ঘটনার পর সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, এবং কিছু সময়ের মধ্যে হামলার ঘটনা কমে আসলেও একেবারে বন্ধ হয়নি।

সম্প্রতি, বিষয়টি নিয়ে মুখ খুললেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দেন।

ফারুকী বলেন, “মাজার, বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর হামলার ঘটনা ঘটছে, তবে সেটা সব জায়গায় নয়। যদি কোনো জায়গায় এমন ঘটনা ঘটে, তা আমরা সহ্য করব না। আমাদের অবস্থান স্পষ্ট, এই ধরনের সহিষ্ণুতা কোনোভাবেই দেখানো হবে না।”

শিল্প–সংস্কৃতির ক্ষেত্রে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী আরও বলেন, “শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেক আয়োজন করছে, এই মাসে ১২টি সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মাসে এর সংখ্যা দ্বিগুণ হবে।” এ ছাড়া বেসরকারি উদ্যোগে নানা আয়োজন চলমান থাকবে।

তিনি নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, “মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।”

ছাত্র-জনতা,হামলাকারী,হুঁশিয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত