ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে জায়গা পাওয়া রুনা খান অভিনীত নতুন সিনেমা ‘নীলপদ্ম’ সম্প্রতি আলোচনায় এসেছে। এ ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শ্যুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে, যেখানে কাজের ফাঁকে সেখানে বসবাসকারী যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন রুনা।
এক সাক্ষাৎকারে রুনা তার চরিত্রে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলেন, “প্রথমবার যখন দৌলতদিয়াতে গিয়েছিলাম, তখন তাদের জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। শ্যুটিংয়ের ফাঁকে তারা এসে আমার সঙ্গে গল্প করেছে, আমি তাদের সঙ্গে সিসিমপুর, ফ্যামিলি ক্রাইসিস এবং ইউটিউবিং নিয়ে কথা বলেছি। সবকিছুই সাধারণ মানুষের মতো। তারা স্রেফ একজন মানুষের কাজ করছে, আর তাতেই তাদের জীবিকা চলে।”
অভিনেত্রী বলেন, ‘ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপরটা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।’
এছাড়া, রুনা খান ইতোমধ্যে তার অভিনয় জীবনে ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’ এবং ‘কষ্টনীড়’, ‘অসময়’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তবে তার সামাজিক মাধ্যমে বিভিন্ন পোশাক নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।