বলিউড বাদশাহ শাহরুখ খান এক সময় রাজস্থানে গিয়েছিলেন আইপিএল শুরুর আগে, তবে সেখানে গিয়ে তিনি এক বিপদের মুখে পড়েন। ঘটনা রাজস্থানের আজমীর শরীফ দরগায় জুমার নামাজ আদায় করতে গিয়ে ঘটে। সেই দিনটি ছিল শুক্রবার, আর তখনই দরগায় এক বিশাল ভিড় জমে যায়, যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সেদিন শাহরুখের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন ইউসুফ ইব্রাহিম। তিনি সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, "আজমীর শরীফে শাহরুখ স্যার আসার খবরে সেখানে বিশাল জনস্রোত তৈরি হয়। এমনিতেই শুক্রবারে সেখানে ১০ থেকে ১৫ হাজার মানুষ থাকে, কিন্তু শাহরুখ খানের আগমনে সেই ভিড় আরও বেড়ে যায়।"
ইউসুফ জানান, "আমরা পৌঁছানোর পর বুঝতে পারলাম, ভুল দিনে এসেছি। জুমার নামাজের সময় ছিল এবং সেদিন হুড়োহুড়ি চলছিল। শাহরুখ স্যারকে কোনোভাবে গাড়িতে উঠতে হয়েছিল। লোকজন ধাক্কা দিয়ে দরগার দিকে যাচ্ছিল।"
ভিড়ের মাঝে শিরোনাম গড়ার পাশাপাশি, শাহরুখ খান মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করেন। পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল পরিস্থিতি শান্ত করতে, যা ইউসুফের মতে ছিল "এক জীবনের অভিজ্ঞতা।"
ইউসুফ বলেন, "শাহরুখ স্যার খুব শান্ত ছিলেন। তিনি জানতেন যে এখানে কারও ভুল নেই, শুধু ভক্তদের উচ্ছ্বাসের বিষয় ছিল।"