ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত বলিউডে অভিনয় শুরু করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। সালমান খানের হাত ধরেই তার অভিনয় ক্যারিয়ার শুরু হবে, যা তার জন্য একটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে। তবে, এ বিষয়ে এবার মুখ খুললেন সারা নিজেই।
সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে জানিয়ে দেন, "কয়েকটা বিষয় স্পষ্ট করতে আসলাম। আমার বলিউড ডেবিউ নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন দেখলাম। আমি যদিও ভবিষ্যতে অভিনয় করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মন দিয়ে করতে চাই। জানি না, জল্পনার সূত্রপাত কীভাবে হলো তবে আমার মনে হল বিষয়টা পরিষ্কার করে দেই।"
যীশু সেনগুপ্তের মেয়ে সারা সেনগুপ্ত ইতোমধ্যেই মডেল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের শো-তেও তাকে দেখা গেছে। তিনি যীশু-নীলাঞ্জনা দম্পতির বড় মেয়ে, এবং তার মডেলিং কাজটি প্রশংসিত হয়েছে অনেকের কাছ থেকে। তবে, সারা তার অভিনয়ের ভবিষ্যত নিয়ে কিছুটা ধোঁয়াশায় রয়েছেন, এবং দর্শকদের জন্য এক প্রশ্ন রয়ে গেছে—তিনি কি বড় পর্দায় আসবেন?
যদিও সারা এখনও মডেলিংয়ে মনোযোগী থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তবে ভবিষ্যতে তিনি কি বড় পর্দায় অভিষেক করবেন, তা নিয়ে আগ্রহের কোন কমতি নেই।