বিয়ের কয়েকদিন পরই স্ত্রী রোজা আহমেদকে নিয়ে মালদ্বীপ উড়ে গেছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। মধুচন্দ্রিমার সময় রোজা নিজের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে লাল স্লিভলেস গাউনে টুকটুকে পরী মত দেখতে মনে হয়েছে। কখনও সৈকতের পানে তাকিয়ে আবার কখনও তাহসানের সাথে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন রোজা। তার সৌন্দর্যে যেন ম্লান হয়ে গেছে সমুদ্রও।
এদিকে, তাহসানকে দেখা গেছে মিষ্টি রঙয়ের শার্ট ও হাফপ্যান্টে, স্ত্রীর সাথে কাটানো এই মধুচন্দ্রিমার মুহূর্তগুলোর সাথে যেন জামার রঙও মিলছে। রোজার ছবি ও ভিডিও দেখে তাদের অনুরাগীরা অত্যন্ত মুগ্ধ। একজন মন্তব্য করেছেন, "আজীবন এমনই থাকো দুজন", অন্যজন লিখেছেন, "অসাধারণ ছবি, প্রিয় দুজন একসাথে, অসম্ভব সুন্দর।"
বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধেন তাহসান। তার স্ত্রী রোজা একজন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি পড়াশোনা শেষ করে কুইন্সে 'রোজাস ব্রাইডাল মেকওভার' নামে প্রতিষ্ঠান চালু করেছেন।