বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত একাধিক দামি গাড়ির কালেকশন নিয়ে পরিচিত। এবার, নতুন বছরের শুরুতে তিনি একটি বিলাসবহুল ফেরারি উপহার পেয়েছেন, যার দাম ৬ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাধুরী তার স্বামী শ্রীরাম নেনের সঙ্গে শোরুম থেকে নতুন লাল রঙের ফেরারি গাড়ি নিয়ে বাসায় ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মাধুরী কালো রঙের ড্রেস পরে গাড়ি কিনতে গিয়েছিলেন, এবং শ্রীরাম নেনে সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট পরে তার সঙ্গে ছিলেন। নতুন গাড়ি নিয়ে ফেরার মুহূর্তটি ইতোমধ্যে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।
মাধুরীর ব্যক্তিগত গাড়ির কালেকশনে রয়েছে মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।
এদিকে, বর্তমানে সিনেমায় খুব বেশি কাজ না করলেও, মাধুরী ২০২৩ সালে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে এবং একাধিক ব্যবসায়ও বিনিয়োগ করেছেন তিনি।