টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার অপ্রিয় সত্য মুখের ওপর বলার জন্য পরিচিত। সম্প্রতি তিনি লিঙ্গ বৈষম্য নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। অভিনেত্রী বলেন, “বর্তমানে কর্মক্ষেত্রে মহিলাদের অধিকার নিয়ে এখনও লড়াই করতে হয়। পুরুষদের ক্ষেত্রে পদোন্নতিকে পরিশ্রমের ফল হিসেবে দেখা হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তা বলা হয় শরীরের বিনিময়ে অথবা সৌন্দর্যের কারণে পদোন্নতি হয়েছে।”
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা এই মন্তব্য করেন এবং যোগ করেন, “এটা তো রয়েছেই। মহিলাদের দক্ষতা বা কাজের প্রতি আনুগত্যকে প্রায়শই উপেক্ষা করা হয়।”
স্বস্তিকার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে তিনি কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি লিঙ্গবৈষম্যের বাস্তবতাকে তুলে ধরেছেন।
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ ২’। এ সিরিজের ব্যাপারে তিনি বলেন, “এবারের ‘নিখোঁজ ২’ এ আগের ঘটনার সমাধান খুঁজে পাবে দর্শক। প্রচুর দর্শক ইতিমধ্যেই আমাকে সমাজমাধ্যমে মন্তব্য লিখছেন, যা আমি শেয়ার করছি।”
‘নিখোঁজ ২’ ওয়েব সিরিজটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, এবং এতে তার পাশাপাশি টোটা রায়চৌধুরী অভিনয় করেছেন। এটি হারিয়ে যাওয়া এক তরুণীকে খোঁজার গল্প নিয়ে তৈরি হয়েছে।