ঢাকা ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বাবারূপে রণবীর কেমন

বাবারূপে রণবীর  কেমন

রণবীর কাপুর, যিনি আগে তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, বর্তমানে যেন এক নতুন ভূমিকা পালন করছেন – আদর্শ বাবা। আলিয়া ভাটের সঙ্গে তার কন্যা রাহার জন্মের পর থেকেই রণবীরের মধ্যে এসেছে অনেক পরিবর্তন। এক সময় যে তিনি স্ত্রী আলিয়ার উপর খবরদারি করতেন, এখন সেই রণবীর পুরোপুরি নিবেদিত হয়েছেন তার ছোট্ট কন্যা রাহার প্রতি।

মেয়ে রাহা এখন খেলাধুলায় বেশ আগ্রহী। দৌড়াদৌড়ি করতেই শিখেছে এবং সম্প্রতি খেলার মাঠে বাবার সঙ্গে তার দেখা গেছে। মাঠে উপস্থিত ছিলেন মা আলিয়াও, তবে তিনি ব্যস্ত ছিলেন বল খেলতে। রাহার দেখাশোনা করছিলেন রণবীর, তবে কিছু সময় বিশ্রাম নিতে গিয়ে ছোট্ট রাহার ইচ্ছা ছিল বাবার সঙ্গে খেলা করার।

যতই বাবা বিশ্রাম নিচ্ছিলেন, রাহা তাকে নিয়ে দৌড়াতে চেয়েছিল। কিন্তু দৌড়াতে গিয়ে মাঠে পড়ে গেলেও নিজের পায়ে দাঁড়িয়ে আবার বাবার কাছে ছুটে যায় রাহা। রণবীর মেয়েকে কোলে তুলে তার হাতে-পায়ে হাত বুলিয়ে তাকে শান্তনা দিচ্ছিলেন। কখনো বা মেয়েকে কোলে তুলে শূন্যে ছুড়ে দিয়ে ধরে ফেলছিলেন, যা একটি সাধারণ বাবার খুনসুটি।

রণবীরের এমন সহজ-সাধারণ বাবা হিসেবে আচরণ তার অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অভিনেতা যে শুধুমাত্র তারকাসুলভ নয়, বরং একজন আদর্শ বাবা, তা এবার প্রমাণিত হয়েছে তার এই বন্ধুত্বপূর্ণ ও স্নেহময় মুহূর্তগুলোতে।

বাবা,হৃদয়,খুনসুটি,কন্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত