সাইফ আলি খানকে হাসপাতালে দেখতে ছুটে গেলেন শাহরুখ খান

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক সাইফ আলি খান ও শাহরুখ খানের মধ্যে, যা একে অপরের পরিবারে গভীর শ্রদ্ধার ক্ষেত্রেও পরিণত হয়েছে, তা এবার এক নতুন মোড় নিল। বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে ভয়াবহ হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ খান। জানা যায়, সাইফ আলি খানকে ছ’বার ছুরিকাঘাত করা হয় এবং গুরুতর অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তিনি বিপদমুক্ত।

এই ঘটনায় শাহরুখ খান তার প্রিয় বন্ধুকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান। হাসপাতালের সামনে ছবি শিকারিরা শাহরুখের গাড়ি ক্যামেরাবন্দী করলেও, তিনি ছবির জন্য ক্যামেরার সামনে আসেননি। সাইফের ওপর হামলার পর বলিউডসহ দেশের নানা অঞ্চলের তারকারা উদ্বেগ প্রকাশ করে সাইফের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এছাড়া, সাইফের পরিবার ও বন্ধুরা যে অটুট সম্পর্কের মধ্যে আছেন, তার প্রমাণ হিসেবে শাহরুখ খানের এই মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।