বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চিহ্নিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) মুম্বাই পুলিশ জানান, সাইফের পিঠে ছুরির অংশটি উদ্ধার করা হয়েছে এবং বাকিটা খোঁজার চেষ্টা চলছে। সাইফ আলী খান বর্তমানে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, সাইফের পরিবার ও চিকিৎসকরা শুক্রবারই তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নেবেন।
এফআইআর দায়েরের পর, পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাটি ডাকাতির চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। অভিযুক্তরা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করতে ফায়ার এস্কেপ সিঁড়ি ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই পুলিশের ১০টি ডিটেকশন টিম বর্তমানে মামলাটি নিয়ে তদন্ত করছে।
গত বুধবার গভীর রাতে সাইফ আলী খান এক হামলার শিকার হন, যেখানে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। এ সময়, সাইফের বাড়ির এক পরিচারকের ওপরও হামলা হয়।