এবার অর্জুন কাপুরের শ্যুটিং স্পটে বড় দুর্ঘটনা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৯ | অনলাইন সংস্করণ

বলিউডে একের পর এক অঘটন ঘটছে। সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় এখনও স্তব্ধ গোটা বি-টাউন, আর এবার পাওয়া গেল এক আরেক চমকপ্রদ খবর। সম্প্রতি মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেতা অর্জুন কাপুর।

অর্জুন কাপুর, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজসহ পুরো টিম ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির একটি গানের দৃশ্যের শ্যুটিং করছিলেন, ঠিক তখনই ছাদ ভেঙে পড়ে অর্জুনের মাথার ওপর। প্রাথমিকভাবে কোনো বড় ক্ষতি না হলেও এটি পুরো টিমের জন্য বড় বিপদ হতে পারত।

তাদের শ্যুটিং টিমের কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি জানিয়ে বলেন, "আমি মনিটরের দিকে তাকাচ্ছিলাম যখন আচমকা ছাদ ভেঙে পড়ল। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটা আমাদের মাথার ওপর ভেঙে পড়েনি, নয়তো বড় বিপদ ঘটত।"

বিজয় আরও জানান, এই ধরনের ভবনগুলো আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি এবং প্রযোজনা সংস্থার উচিত ছিল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।
এখন পর্যন্ত জানা যায়নি, অর্জুন ও তার সহকর্মীরা কেমন আছেন, তবে ঘটনার পর সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।