ওপার বাংলায় পরীমণির অভিষেক, ‘ফেলুবক্সী’ মুক্তি পেল আজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি এবার ওপার বাংলার সিনেমায় অভিষেক করেছেন। শুক্রবার মুক্তি পায় দেবরাজ সিনহা পরিচালিত ছবি ‘ফেলুবক্সী’, যেখানে পরীমণি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে ছবিটির মুক্তির দিন কলকাতায় উপস্থিত থাকতে পারেননি তিনি, কারণ ভিসা জটিলতায় আটকে ছিলেন ঢাকাতেই।
এ বিষয়ে পরীমণি জানান, "দুর্ভাগ্যবশত কলকাতায় যেতে পারিনি। আমি ২২ দিন সেখানে থাকার পরিকল্পনা করেছিলাম, তবে শেষ পর্যন্ত উপস্থিত হতে পারিনি। আশা করি ছবির দর্শকদের সঙ্গে ভালো সময় কাটাতে পারব।"
পরীমণি আরও বলেন, ‘ফেলুবক্সী’ ছবির সহশিল্পী সোহম চক্রবর্তীর প্রসঙ্গেও কথা বলেন। তিনি সোহমকে একজন অসাধারণ অভিনেতা এবং দয়ালু ব্যক্তি হিসেবে অভিহিত করেন। "তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। সোহমের সঙ্গে অভিনয় দুর্দান্ত অভিজ্ঞতা ছিল," জানান পরীমণি।
এছাড়া ছবির পুরো কাস্ট ও ক্রু সদস্যদের প্রশংসা করে পরীমণি বলেন, "তাদের সঙ্গে কাজ করতে অনেক ভালো লেগেছে। বিশেষ করে, যখন আমি শ্যুটিং করছিলাম, তখন আমার ছেলে ছোট ছিল। সবাই আমাকে অনেক যত্নে রেখেছিল।"
‘ফেলুবক্সী’ সিনেমার গল্প তিনটি হত্যাকাণ্ডকে ঘিরে আবর্তিত, যেখানে পরীমণির চরিত্র গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। রহস্যময় এই ছবিতে দর্শকরা জানতে পারবেন, পরীমণির চরিত্রের সঙ্গে এই হত্যাকাণ্ডগুলো জড়িত কিনা। ছবিতে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের সঙ্গে অভিনয় করেছেন পরীমণি, এবং তার চরিত্রটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।