ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সাইফের হামলাকারী সন্দেহে আটক ব্যক্তি নিরপরাধ

সাইফের হামলাকারী সন্দেহে আটক ব্যক্তি নিরপরাধ

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ এক যুবককে আটক করেছিল, তবে পরবর্তীতে তাকে নিরপরাধ হিসেবে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছিল, কারণ প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, তাকে সাইফের বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

গত বৃহস্পতিবার ভোরে সাইফের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। এই ঘটনায় পুলিশ শুরু থেকেই ব্যাপক অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে, সন্দেহভাজন যুবককে আটক করা হয়। তবে পরে পুলিশ নিশ্চিত হয় যে, তার সঙ্গে সাইফের ওপর হামলার কোনো সম্পর্ক নেই। পুলিশের এক কর্মকর্তা এএনআইকে জানান, বর্তমানে অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

পুলিশের তদন্তে আরও জানা গেছে, হামলাকারীরা সাইফের বাসা থেকে বেরিয়ে পোশাক বদলে নিতে পারে। এ কারণে পুলিশ ইতোমধ্যেই ২০টি টিম গঠন করেছে এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। তথ্যদাতাদের দেয়া তথ্য অনুসরণ করেও বাকি অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

হামলাকারী,সন্দেহ,আটক,নিরপরাধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত