ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তাহসান খান

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তাহসান খান

মালদ্বীপ থেকে হানিমুন শেষ করে দেশে ফিরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গত ১৬ জানুয়ারি এই পরিদর্শনে যান তিনি, যা তার ফেসবুক পেজে প্রকাশিত হয়।

সেখানে, তিনি রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন যে, গত কয়েক সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন, বিশেষ করে অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাজ দেখে।

তাহসান বলেন, "জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে আমি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। সেখানে শরণার্থীদের কষ্ট, তাদের সাহসিকতা এবং সহনশীলতা আমাকে সব সময় অনুপ্রাণিত করে।"

তিনি আরও জানান, মানবিক সহায়তা এবং বিভিন্ন সংস্থার অব্যাহত সাহায্যের কারণে শরণার্থীরা আবার নতুন করে জীবন শুরু করেছে।

তাহসান খান, যিনি ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন, তার ফেসবুক পেজে এ প্রসঙ্গে বিস্তারিত লিখেছেন। তিনি বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছাদূত। বর্তমানে পৃথিবীজুড়ে ইউএনএইচসিআরের ৩২ জন শুভেচ্ছাদূত রয়েছেন, যারা শরণার্থীদের পরিস্থিতি এবং সংস্থার কাজের প্রচার করেন।

এছাড়া, সদ্য বিয়ে করেছেন তাহসান। এটি তার দ্বিতীয় বিয়ে। তার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। গত ৪ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে করেন।

কক্সবাজার,রোহিঙ্গা ক্যাম্প,পরিদর্শন,সংস্থা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত