ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঢালিউডে ক্রান্তিকাল: শুটিং না থাকায় বেকার সাইমন সাদিক

ঢালিউডে ক্রান্তিকাল: শুটিং না থাকায় বেকার সাইমন সাদিক

ঢালিউডে বর্তমানে এক ধরনের সংকটকাল চলছে, যা দিনদিন প্রকট হয়ে উঠেছে। শুটিং বন্ধ থাকায় চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা বেকার হয়ে পড়েছেন এবং অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতিতে আছেন। এই সংকটের মধ্যে অনেকেই বিকল্প পেশার কথা ভাবছেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে, চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুক লাইভে এসে তার হতাশা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা খুবই খারাপ, কারণ অনেক পরিচালকও কাজ না পাওয়ায় বেকার হয়ে পড়েছেন।

সাইমন বলেন, “আমিসহ অসংখ্য শিল্পী পরিবারের অন্ন সংস্থানের একমাত্র উৎস ছিল সিনেমা। কিন্তু বর্তমানে সিনেমার কাজ না থাকায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাইমন সাদিক আরও লিখেছেন, “শেষ শুটিং করেছিলাম ৩ আগস্ট ২০২৪। এখন নিজের দেশ, পরিবার, কর্মক্ষেত্র সব কিছু ছেড়ে আমেরিকায় আছি, কিন্তু ভালো লাগছে না। এটা আমার জন্য বেঁচে থাকাই শিল্প হয়ে গেছে। সবাইকে খুব মিস করি।”

ঢাকা মেইলে দেওয়া এক খুদে বার্তায় সাইমন বলেন, “আমার এই পোস্ট আসলে আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা ফুটে ওঠায়। সবার খুব করুণ অবস্থা।”

তবে, তিনি স্পষ্টভাবে জানাননি যে তিনি ঢালিউডের এই সংকটের সময়ে পেশা বদলানোর চিন্তা করছেন, তবে চলচ্চিত্রে কাজ চালিয়ে যেতে চান। "এখনও বলতে পারছি না, তবে আল্লাহ ভালো জানেন," বলেও তিনি মন্তব্য করেছেন।

ঢালিউড,ক্রান্তিকাল,শুটিং,বেকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত