সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে তার বাসায় ছুরিকাঘাতের ঘটনায় মুম্বাই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার বয়স ৩০ বছর।
গত রবিবার (১৯ জানুয়ারি) ভোরে সাইফ আলির বাসা থেকে ৩৫ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে "খার" থানায় আটক রয়েছেন।
পুলিশের ডেপুটি কমিশনার দিক্ষিত গেদাম জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি চুরির উদ্দেশ্যে সাইফ আলির বাসায় প্রবেশ করেছিলেন এবং তার কাছে ভারতীয় কোনো নথিপত্র ছিল না। কিছু আইটেম উদ্ধার হয়েছে যা ইঙ্গিত করছে যে তিনি বাংলাদেশি। আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইতে বসবাস করছিলেন।
দিক্ষিত গেদাম আরও বলেন, "প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা ধারণা করছি যে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি হতে পারেন।" তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার করা হয়েছে। হামলাকারী তার আসল পরিচয় গোপন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে।”
মুম্বই পুলিশের ওই শীর্ষকর্তা আরও বলেন, “অভিযুক্তের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করেছি যা ইঙ্গিত করে ও বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে এসে ও বিজয় দাস নামে এখানে থাকতে শুরু করে। গত প্রায় মাস চারেক মুম্বাইয়ে বাস করছে সে। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত সে।”
মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করেন। অভিযুক্ত হামলাকারী নিজেকে বিজয় দাস হিসেবে নিজের পরিচয় দিতেন। তিনি আরও কয়েকজনসহ মুম্বাই ও এর আশেপাশে বসবাস করতেন।
পুলিশ আরও জানিয়েছে, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়ে ছিলেন ওই অভিযুক্ত ব্যক্তি। হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে। ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানের একটি বারের কর্মী ছিলেন।
এদিকে, সাইফ আলি খান, যিনি ১৫ জানুয়ারি রাতে ছুরিকাঘাতে আহত হন, বর্তমানে বিপদমুক্ত। তার নিউরোসার্জারি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে প্লাস্টিক সার্জারি চলছে।