ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিবাহবার্ষিকীতে বিয়ের খবর জানা গেল তমালিকার

বিবাহবার্ষিকীতে বিয়ের খবর জানা গেল তমালিকার

শোবিজের একসময়ের জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার। অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন পর এবার নতুন খবর দিলেন এই অভিনেত্রী—বিয়ে করেছেন তিনি।

তমালিকা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন স্বামী প্রভীনকে। তবে কবে, কখন এবং কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তমালিকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ বিবাহবার্ষিকী প্রভীন।”

এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের অনেকেই তমালিকা এবং প্রভীনকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাজনীন চুমকি, মাসুম রেজা, আঁখি আলমগীর, শারমীন জোহা শশী, গোলাম ফরিদা ছন্দা, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।

উল্লেখ্য, অনেক দিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা বিয়ের খবর জানতেন, কিন্তু দুজনেই আনুষ্ঠানিকভাবে এ খবর কাউকে জানাননি। যুক্তরাষ্ট্রে গিয়ে প্রভীনের সঙ্গে তমালিকার পরিচয় হয় এবং এরপর একে অপরের প্রেমে পড়েন। তারপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিবাহবার্ষিকী,যুক্তরাষ্ট্র,বিয়ে,ছবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত