বাবার মতো ‘লক্ষ্মী ট্যারা’ হতে চেয়েছিলেন স্বস্তিকা মুখার্জি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:১৮ | অনলাইন সংস্করণ
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, যিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন, ব্যক্তিগত জীবনের কিছু আবেগঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী তার বাবা-মাকে হারিয়ে একা জীবন কাটাচ্ছেন এবং মাঝে মাঝে তাদের স্মৃতিচারণা করেন।
সম্প্রতি, স্বস্তিকা এক বিশেষ পোস্টে জানিয়েছেন যে, তিনি তার বাবার মতো ‘লক্ষ্মী ট্যারা’ হতে চেয়েছিলেন। ছোটবেলায় বাবার চোখের বিশেষ দৃষ্টিভঙ্গি দেখে তিনি বুঝেছিলেন যে, এটা আসলে বাবা-মায়ের মধ্যে থাকা এক বিশেষ বৈশিষ্ট্য। অভিনেত্রী জানিয়েছেন, বাবার চোখের সেই বিশেষ দৃষ্টি তাকে মুগ্ধ করত, যা ছোটবেলায় খুব ভালোভাবে লক্ষ্য করতেন।
স্বস্তিকা আরও বলেন, "বাবা চলে যাওয়ার পর, অনেক রাতে বোনের সঙ্গে গল্প করতে গিয়ে, বোন তাকে বাবার মতো চোখের দৃষ্টি রাখার কথা বলত।" অভিনেত্রী জানান, তিনি সবসময় চান যে, তার বাবা-মায়ের ভালো দিকগুলো তার মধ্যে থেকে থাকুক, এবং তা তার মেয়ে বা পরবর্তী প্রজন্মের মধ্যে প্রতিফলিত হোক।
এছাড়া, স্বস্তিকার কথায়, "আমরা সবাই চাই, আমাদের বাবা-মায়ের মতো হতে, তাদের সবটা যেন আমাদের মধ্যে থেকেই যায়। আমি চাই, আমার 'আমি' যেন আমার মেয়ের মধ্যে আশ্রয় পায়।"