শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমা নিয়ে নতুন গুঞ্জন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

সম্প্রতি গুঞ্জন উঠেছে যে ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের সিনেমা ‘রঙ্গনা’ অসম্পূর্ণ অবস্থায় থেমে থাকতে পারে। শোনা যাচ্ছে, নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে শাবনূরের মতপার্থক্যের কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ‘রঙ্গনা’র পরিচালক।

আরাফাত হোসাইন বলেন, "এটা পুরোপুরি গুজব। আমাকেও কেউ কেউ বিষয়টি জানিয়ে দিয়েছেন। তবে আমি নিশ্চিত না কেন এমন গুজব ছড়ানো হচ্ছে বা কেউ এটি ছড়াচ্ছে কিনা। যেহেতু ছবিটির শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে, তাই হয়তো কিছু লোক আবারও নেতিবাচক কথা ছড়িয়ে দিচ্ছে।"

এদিকে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং অনেক দিন ধরেই বন্ধ। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ২০২৪ সালের দুই ঈদেই সিনেমাটি মুক্তির কথা ছিল, তবে শুটিং সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। বিলম্বের কারণ হিসেবে পরিচালক বলেন, "গল্পের প্রয়োজনে শাবনূর আপুকে ওজন কমাতে হচ্ছে, তাই সময় নিচ্ছি। উনি ফিরে এলে শুটিং আবার শুরু হবে।"

পরিচালক আরও জানান, ছবির মুক্তি নিয়ে তিনি এখনও ভাবছেন না। তিনি বলেন, "প্রথমে ছবিটি ভালোভাবে নির্মাণ শেষ করতে চাই। তারপর মুক্তি নিয়ে সিদ্ধান্ত নেব।" শুটিংয়ের নির্দিষ্ট সময় সম্পর্কে কিছু বলতে চাননি নির্মাতা, কারণ তিনি মনে করেন নেতিবাচক মন্তব্যকারীদের জন্য এটা সুবিধাজনক হবে।

‘রঙ্গনা’ সিনেমায় শাবনূর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। প্রথম দফার শুটিং শেষ হলেও দ্বিতীয় দফার শুটিং এখনও বাকি। ছবিটির কাহিনি লিখেছেন আরাফাত হোসাইন নিজেই, চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ।