ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

জনপ্রিয় গায়ক মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন

জনপ্রিয় গায়ক মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন

জনপ্রিয় গায়ক মনির খানের বাবা মাহবুব আলী খান আজ (২১ জানুয়ারি) ঝিনাইদহের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স ছিল আনুমানিক ৯৯ বছর।

এ খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সুরকার মিল্টন খন্দকার। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, “কণ্ঠশিল্পী মনির খানের পিতা পরলোকগমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

মনির খান বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন বিশিষ্ট শিল্পী। তার কণ্ঠে গান শুনে জনপ্রিয়তা পেয়েছেন বহু শ্রোতা। তিনি বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসংখ্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ এবং ‘দুই নয়নের আলো’ উল্লেখযোগ্য।

সংগীতের জন্য মনির খান পেয়েছেন অনেক শ্রোতাদের ভালোবাসা এবং অসংখ্য পুরস্কার, যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে। তার সর্বশেষ প্রকাশিত গানটি ছিল ‘স্বৈরাচারী অঞ্জনা’, যা নতুন বছরের প্রথম দিন মুক্তি পায়।

গায়ক,বাবা,পরলোকগমন,শিল্পী,জনপ্রিয়তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত