ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘হলিউডে কাজ করার সুযোগ নেই, শিল্পী সমিতি আমার সঙ্গে বৈষম্য করেছে’: জায়েদ খান

‘হলিউডে কাজ করার সুযোগ নেই, শিল্পী সমিতি আমার সঙ্গে বৈষম্য করেছে’: জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল দ্বন্দ্ব। নিপুণ আক্তার ও জায়েদ খানের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের পর অবশেষে শিল্পী সমিতি থেকে বহিষ্কৃত হয়েছেন নিপুণ। তবে এই সময়ে দেশেই নেই জায়েদ খান, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

নিপুণকে বহিষ্কারের খবরে তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান বলেন, ‘‘শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার সম্পর্ক রাখাই উচিত নয়। শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন?’’

এছাড়া শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রীদের অংশগ্রহণ নিয়েও নিজের মতামত জানিয়েছেন জায়েদ। তিনি বলেন, ‘‘নায়িকারা ভালোবাসার প্রতীক, তাদের মানুষের সঙ্গে সাবলীল ও ভালোভাবে আচরণ করা উচিত। মৌসুমী আপাও নির্বাচন করেছিলেন, কিন্তু তার সঙ্গে এমন কিছু হয়নি। একজন মানুষের পক্ষে এত নোংরা কাজ করা কীভাবে সম্ভব, সেটা ভেবে অবাক লাগে।’’

জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও তার ফিরে আসার বিষয়ে কোন সংকোচ নেই। তবে তাকে হলিউডে কাজ করার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘হলিউডে কাজ করার কোনো সুযোগ নেই। পুরো ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে শিল্পীদের বাড়ি পুড়ে গেছে। এখন তারা খারাপ সময় পার করছে। আমার চেষ্টা করার সুযোগও নেই।’’

এই অবস্থায় জায়েদ খানের দেশে ফেরার ব্যাপারে কোন সংকোচ না থাকলেও, তিনি তার ক্যারিয়ার নিয়ে নানা সিদ্ধান্ত নিচ্ছেন।

‘হলিউডে কাজ করার সুযোগ নেই, শিল্পী সমিতি আমার সঙ্গে বৈষম্য করেছে’: জায়েদ খান,হলিউড,বৈষম্য,শিল্পী,সমিতি,চলচ্চিত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত