বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী প্রয়াত হওয়ার পর তার দুই কন্যা জানভী ও খুশি কাপুরও তার পথ অনুসরণ করে বলিউডে নিজেদের পরিচিতি তৈরি করতে শুরু করেছেন। জানভী কাপুর ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় প্রশংসিত হয়েছেন, এবং ছোট মেয়ে খুশি কাপুরও নিজের প্রথম সিনেমার প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি খুশি কাপুর তার মায়ের সিনেমা না দেখানোর কারণ সম্পর্কে একটি অজানা তথ্য প্রকাশ করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘আমাদের মা কখনো আমাদের তার সিনেমাগুলো দেখার অনুমতি দিতেন না। মা লজ্জা পেতেন, তাই আমরা জানভী ও আমি গোপনে তার সিনেমা দেখতাম।’’
খুশি কাপুর তার মায়ের শালীনতা এবং আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘‘মা যেখানেই যেতেন, শালীনতায় নিজেকে অনন্যভাবে উপস্থাপন করতেন। এটা আমাকে মুগ্ধ করতো, আমি মাকে দেখে শেখতাম।’’
খুশি কাপুরের প্রথম সিনেমা ‘লাভেপ্যা’ ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এই রোমান্টিক কমেডি সিনেমায় খুশির বিপরীতে অভিনয় করেছেন আমির খানের ছেলে জুনাইদ খান। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন গ্রুশা কাপুর, আশুতোষ রানা, তানভিকা পার্লিকার, কিকু শারদা এবং অন্যান্যরা। সিনেমাটি পরিচালনা করেছেন আদ্বৈত চন্দন, যিনি ‘লাল সিং চাড্ডা’ ছবির পরিচালকও ছিলেন।
সিনেমার ট্রেলার এবং গানের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখে, দর্শকরা এখন মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।