‘ফ্যামিলি ফিউড’ আসছে বাংলাদেশের টেলিভিশনে, উপস্থাপক তাহসান

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৪ | অনলাইন সংস্করণ

জনপ্রিয় আন্তর্জাতিক ফ্যামিলি শো "ফ্যামিলি ফিউড" এখন বাংলাদেশের টেলিভিশন পর্দায়। অনুষ্ঠানটি ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হতে যাচ্ছে। পরবর্তী সময়ে এটি বঙ্গ ওটিটি প্লাটফর্মেও দেখা যাবে। শোটি উপস্থাপনা করবেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

২২ জানুয়ারি, বুধবার সকালে ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তাহসান বলেন, “বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশের পর্দায় এসেছে ‘ফ্যামিলি ফিউড’। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে হোস্টিং করতে পেরে আমি সম্মানিত। আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শোটি পারিবারিক সম্পর্ক ও বন্ধনের গুরুত্ব তুলে ধরে এবং এটি সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।”

এই অনুষ্ঠানে বিশেষ পর্বগুলোতে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা যেমন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশসহ আরও অনেকেই। অনুষ্ঠানটির মোট ২৪টি পর্ব হবে, যেখানে দুটি পরিবার একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩টি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকবে। বিজয়ী টিম পাবে নগদ পুরস্কার, বিশেষ উপহার এবং "ফাস্ট মানি" বোনাস রাউন্ডে খেলার সুযোগ।