ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে সবসময় শোবিজ অঙ্গনে সরব থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তিনি, আর ছুটির দিনগুলোতে দেশ-বিদেশে নিজেকে নিয়ে নানা কার্যক্রমে ব্যস্ত থাকেন। তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে প্রায়ই তার নতুন ছবি ও আপডেট শেয়ার করতে দেখা যায়, যা তার লাখো ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।
এদিকে, শীতের প্রকোপে মাঘ মাসের সকালের রৌদ্রচুম্বন উপভোগ করতে বৃহস্পতিবার সকালে ছাদে ওঠেন মিম। সেখানে একাধিক ছবি শেয়ার করে তিনি জানান, ‘‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি’’।
ছবিতে মিমকে দেখা যায় একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস ও ওপেন সোয়েটার পরিহিত অবস্থায়। তার মসৃণ ত্বক রৌদ্রের ছোঁয়ায় ঝলমল করে উঠেছে, এবং তিনি কানে লাল জবা ফুল ও ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে একটি মনমুগ্ধকর লুক তৈরি করেছেন। ক্যামেরার সামনে তিনি নানা পোজে মুগ্ধকরভাবে ভেসে উঠেন।
মিমের এই পোস্ট তার ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা ও মুগ্ধতা সৃষ্টি করেছে, বিশেষ করে তার সৌন্দর্য ও শীতের সকালে এমন খোলামেলা রূপ দেখে অনেকেই চমকে উঠেছেন।
এছাড়া, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। পরবর্তী সময়ে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।