ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রাজনীতিতে যোগ দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত

রাজনীতিতে যোগ দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত

রাজনীতির ময়দানে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। নির্বাচনের সময় প্রায় সকলেই নতুন কোনো তারকা বা শিল্পীকে ভোটে লড়তে দেখতে চান, আর এ নিয়েই জল্পনা চলতে থাকে।

এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যোগ দেওয়ার ব্যাপারে শুরু হয়েছে নানা প্রশ্ন এবং আলোচনা। তবে এসব প্রশ্নের মধ্যে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে রাজনীতিতে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে প্রার্থী ছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তবে নির্বাচনে বিজয়ী হন রচনা। এবার ২০২৫ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনকে সামনে রেখে ঋতুপর্ণাকে রাজনীতিতে আসার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি রাজনীতির কিছু বুঝি না। রাজনীতি থেকে আমি দূরে। আমি শিল্পী, তাই শিল্পী হিসেবেই থাকতে চাই।"

এছাড়া, তাকে সাংবাদিকরা যদি মুখ্যমন্ত্রী রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, "তখন আমি মুখ্যমন্ত্রীকেই সেই কথাটা বলব।"

এভাবে, ঋতুপর্ণা সেনগুপ্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এখনও রাজনীতির ময়দানে আসার জন্য প্রস্তুত নন।

রাজনীতি,অভিনেত্রী,নির্বাচন,প্রতিদ্বন্দ্বিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত