টাঙ্গাইলের একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বাধা দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিবাদ ও প্রতিবন্ধকতার মুখে ২৫ জানুয়ারি রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে পরীমণি বলেন, “এতটা চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের জন্য কেন এত বাধা আসবে? এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?”
তিনি আরও বলেন, “মেহজাবীন, পরশী এর আগে হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন তারা? সিনেমা বা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক, তাহলে কি আমরা ধরে নেব, ইমোশনালি ব্যবহার হয়েছিলাম? নাকি এখন হচ্ছি? এই দায়ভার আমাদের সবার নিতে হবে।”
এ ঘটনায় স্থানীয়রা জানায়, ১৫ দিন ধরে পরীমণির আসার খবর মাইকে প্রচার করা হলেও, স্থানীয় হেফাজতে ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিরা তা ভালোভাবে নেননি। গত ২-৩ দিন ধরে তারা অভিনেত্রীকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন এবং শোরুম কর্তৃপক্ষ ও থানা পুলিশও তাদের সঙ্গে আলোচনা করেন। চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক মুফতি সুলাইমান হাবিব বিষয়টি নিয়ে তার ফেসবুকে পোস্ট দেন, যেখানে তিনি জানান, “এলেঙ্গা বাসস্ট্যান্ডে পরীমণির শোরুম উদ্বোধন নিয়ে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায়, স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ ভাইদের সঙ্গে আলোচনা করে শোরুমের মালিক মাসউদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয় এবং অনুষ্ঠানের স্থগিতির বিষয়টি নিশ্চিত করা হয়।”
পরীমণির এই ক্ষোভ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং তা দেশব্যাপী সামাজিক ও সাংস্কৃতিক বিতর্কের জন্ম দিয়েছে।